বাচ্ছাদের আয়রন সমৃদ্ধ গুড়-সুজির হালুয়া
উপকরণ (Ingredients):
- গুড়- ২ টে.চা
- সুজি- ১ কাপ
- জল- ২ কাপ
- ঘি- ১ টে.চা
পদ্ধতি (Directions):
- বাদামি করে সুজি রোস্ট করে নিন।
- অন্য পাত্রে জল ফুটিয়ে গুড় মেলান।
- গুড় গলে গিয়ে রসের মতো হবে।
- সুজিতে ঢেলে, ঘি দিয়ে নামিয়ে নিন।