Tiffin Recipe: শিশুদের টিফিন থাই নুডলস



পকরণ

এক প্যাকেট নুডলস, ৬-৭ টি চিংড়ি, মুরগির বুকের মাংসের কয়েক টুকরো, তিন রঙের ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো সস, সয়া সস, নুন, কাঁচা লঙ্কা, ডুমু ডুমু করে কাটা পেঁয়াজ, রসুন ৩-৪ কোয়া, সয়াবিন তেল, ডিম দুটো, আদা বাটা।

পদ্ধতি

মুরগির বুকের মাংসটাকে আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন।

এরপর প্রথমে কড়াইতে বেশি করে জল দিয়ে গ্যাসে বসান। এবার জল ফুটে গেলে তাতে দিন নুন, কয়েক ফোঁটা সয়াবিন তেল। তারপর দিয়ে থাই নুডলস। এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

তারপর আবার কড়াইতে সয়াবিন তেল দিন। তেল গরম হলে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিন। নেড়েচেড়ে ম্যারিনেট করে রাখা বুকের মাংস দিয়ে দিন। এবার এটাকে হালকা করে ভাজুন। তারপর তাতে দিন চিংড়ি মাছ। এবার কিছুক্ষণ নেড়ে তাতে ডিম দুটো দিয় দিন ফাটিয়ে। এরপর নেড়ে নিয়ে সমস্ত সবজি দিয়ে দিন কড়াইতে। সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তাতে সেদ্ধ নুডলস দিয়ে দিন। সঙ্গে দিন নুডলসের মশলা, সয়া সস, টমেটো সস। ভালো করে নেড়ে নিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel