Tiffin Recipe: স্ট্রবেরি বানানা ব্রেকফাস্ট স্মুথি
প্রয়োজনীয় উপকরণ :
১ কাপ আমন্ড মিল্ক
৪/৫ টা খেজুর
১ কাপ স্পিনাচ
১ কাপ ফ্রোজেন স্ট্রবেরি
১ কাপ ফ্রোজেন বানানা স্লাইসড
১ কাপ কুচি করা আপেল
১ কাপ আঙ্গুর
কাজুবাদাম, পেস্তাবাদাম এক কাপ স্লাইসড
প্রস্তুতপ্রক্রিয়া
ব্লেন্ডারে আমন্ড মিল্ক ঢেলে এর মধ্যে স্পিনাচ,বাদাম,স্ট্রবেরি,আপেল,খেজুর দিয়ে ঘন করে ব্লেন্ড করে নিন।এবার মিশ্রণটি টিফিন বক্সে ঢুকিয়ে উপর দিয়ে স্লাইসড বানানা, ও আঙ্গুর ছড়িয়ে দিন।প্রস্তুত হয়ে গেল স্ট্রবেরি বানানা ব্রেকফাস্ট স্মুথি।